ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেহাল সড়কে দুর্ভোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
🕐 ৬:০০ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সিডস্টোর বাজার থেকে বাটাজোর হয়ে সখীপুর পর্যন্ত শহীদ শমসের সড়কটির বেহালদশা। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দে বর্ষার পানি জমায় প্রায় দুর্ঘটনা ঘটছে আর ব্যাহত হচ্ছে জনচলাচল।

হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু জানান, তিনি নিজে ব্যক্তিগত অর্থে লোকজন নিয়ে সিডস্টোর বাজার এলাকার রাস্তায় বিশাল গর্তে বালু ও সুড়কি ফেলে সাময়িকভাবে ভরাট করেছেন, কিন্তু পরবর্তীতে কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও রাস্তার স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

তিনি আরও জানান, এ রাস্তায় ভালুকা ও সখীপুর উপজেলার হাজার হাজার লোকজন প্রয়োজনে চলাচল করে থাকেন।

উপজেলা সিপিবি সভাপতি মোজাম্মেল হক জানান, সিডস্টোর বাজার থেকে বাটাজোর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার বেশির ভাগ অংশে বড় বড় গর্ত হয়ে পানি জমে থাকে, এসব গর্তে প্রায়ই মালবোঝাই গাড়ি উল্টে যাচ্ছে, চাকা আটকে যাচ্ছে, যাত্রী বাহীবাস, লেগুনা, সিএনজি, টেম্পো এসব চলতে না পারায় জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

 
Electronic Paper