ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শস্যের মজুদ বাড়বে

ডেস্ক রিপোর্ট
🕐 ২:৪৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

বিশ্বে প্রতিকূল আবহাওয়ার মেঘ সরিয়ে স্বস্তি ফিরেছে কৃষি উৎপাদনে। সম্ভাবনা দেখা দিয়েছে বাড়তি কৃষিপণ্য উৎপাদনের। এর প্রভাব পড়ছে কৃষিপণ্যের সমাপনী মজুদেও। ২০১৮-১৯ মৌসুম শেষে ভুট্টা, গম, সয়াবিন এ তিনটি কৃষিপণ্যের সমাপনী মজুদই বাড়তির দিকে থাকতে পারে। ইউএসডিএর সাম্প্রতিক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা উঠে এসেছে। খবর কমোডিটি অনলাইন। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুম শেষে ভুট্টার বৈশ্বিক মজুদ দাঁড়াতে পারে ২০৯ কোটি ৫০ লাখ বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড)।

প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনে এবারের মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক মজুদের পরিমাণ ধরা হয়েছিল ২০৬ কোটি বুশেল।

একইভাবে ২০১৮-১৯ মৌসুম শেষে গমের বৈশ্বিক মজুদ ১১২ কোটি ৭০ লাখ বুশেলে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির আগের প্রতিবেদনে এবারের মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক মজুদের সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছিল ১০৮ কোটি ৭০ লাখ বুশেল। একই চিত্র দেখা যেতে পারে সয়াবিনের ক্ষেত্রেও। ইউএসডিএ’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুম শেষে বিশ্বব্যাপী কৃষিপণ্যটির সমাপনী মজুদ দাঁড়াতে পারে ৯৯ কোটি ৫০ লাখ বুশেলে। প্রতিষ্ঠানটির আগের প্রতিবেদনে ২০১৮-১৯ মৌসুমে সয়াবিনের বৈশ্বিক সমাপনী মজুদ ৯২ কোটি বুশেল প্রাক্কলন করেছিল প্রতিষ্ঠানটি। ইউএসডিএ জানিয়েছে, ইউরোপ, এশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় প্রতিকূল আবহাওয়া কেটে গিয়ে কৃষিপণ্যের বাড়তি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।

 
Electronic Paper