ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভবদহের কৃষক ধুঁকছেন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
🕐 ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ০১, ২০১৯

যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলে লবণাক্ততায় এ বছরের ইরি-বোরো চাষ চরম হুমকির মুখে পড়েছে। এ অঞ্চলের বিল কেদারিয়া ও বিল বোকড় মিলে প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। এর প্রায় এক তৃতীয়াংশ জমির ধান ইতোমধ্যে গোড়াপচা রোগে আক্রান্ত হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হচ্ছে অন্যান্য ক্ষেতগুলো। কৃষকরা এ রোগ প্রতিকার বা প্রতিরোধে সব রকমের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কোনো কূল-কিনারা করতে পারছে না। ফলে ভবদহ এলাকায় চলতি রোরো চাষে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার শঙ্কা জেগেছে।

ভবদহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেখা রানী জানান, লবণ-পানির কারণেই এই সমস্যা প্রকট হয়েছে। লবণাক্ততা দূরীকরণে জমিতে বেশি পরিমাণে মিঠা পানি প্রয়োগ করা, নিচু জমিতে পানি ধরে রাখা, থিয়োভিট ও জিপসাম জাতীয় ওষুধ ব্যবহার করার পরামর্শ দেওয়ার কথা জানান তিনি।

 
Electronic Paper