ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঠাকুরগাঁওয়ে টমেটোর কেজি ২ টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি
🕐 ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

টমেটো উৎপাদনে বাংলাদেশে বিখ্যাত ঠাকুরগাঁও। অধিক ফলনের কারনে প্রতিবছর এখানের চাষিরা টমেটো চাষে এগিয়ে আসে চাষিরা। তবে বর্তমানে টমেটো নিয়ে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের স্থানীয় টমেটো চাষিরা। প্রথমদিকে কেজি প্রতি ৪০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বাজারে টমেটো প্রতি কেজি ২ দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন জেলা থেকে টমেটো আসার কারণে এখন এ অবস্থা বলে মনে করছেন চাষিরা।

ঠাকুরগাঁওয়ের গবিন্দনগর কাঁচা বাজরের আড়ৎ এ দেখা গেছে প্রতি ক্যারেট ২৫ কেজি টমেটো ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান মাঠ পর্যায়ের চাষিরা।

কৃষি সম্প্রসারণ অফিস বলছে, চলতি বছরে জেলায় ২ হাজার হেক্টর জমিতে আগাম সবজির চাষ হয়েছিল। স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী চাষিরা টমেটোর চাষ করেছেন। অন্য জেলা থেকে টমেটো ঠাকুরগাঁওয়ের বাজারে আসার কারণে দাম অনেক কমেছে বলে দাবি স্থানীয় চাষিদের।

সদর উপজেলার আখানগর এলাকার টমেটো চাষি আব্দুল হালিম বলেন, প্রতি বারের ন্যায় এবারও ২ একর জমিতে আগাম টমেটোর চাষ করেছি। মোট খরচ হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার টাকা বিক্রি করে পেয়েছি। প্রথমে স্থানীয় বাজারে ৪০ টাকা প্রতি কেজি টমেটো বিক্রি করলেও এখন আড়তে ২ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, বাজারে প্রথমে টমেটোর দাম থাকলেও বর্তমানে অন্য জেলা থেকে টমোটো আসার কারণে পাইকারি বাজারে কিছুটা কমে গেছে। তাছাড়া টমেটো বাজারে একসাথে আসার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বাহিরের টমেটো আসা বন্ধ হলে দাম কিছু রাড়তে পারে।

 

 
Electronic Paper