ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেচ সংকটে বোরো আবাদ বিপর্যয়ের শঙ্কা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
🕐 ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

চাঁদপুরের ফরিদগঞ্জে সেচের পানি সংকট দেখা দিয়েছে। সঠিক সময়ে খালে পানি না আসায় বোরো চাষাবাদে বিপর্যয়ের আশঙ্কা করছেন বিভিন্ন এলাকার কৃষকরা। এতে ধান উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা এনিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়ায় পানি সংকটের কারণে সমগ্র উপজেলাতে অনাবাদী জমির পরিমান বেড়েই চলছে।

উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা কবির হোসেন বলেন, খাল ভরাটের কারণে বিভিন্ন এলাকাতে পানি সংকট সৃষ্টি হয়েছে। আমরা পানি উন্নয়নবোর্ডকে তাগিদ দিয়েছি, যাতে তারা মেশিনের মাধ্যমে দ্রুত পানি সরবারহ করে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রুহুল আমিন বলেন, পহেলা জানুয়ারী পানি ছাড়া হয়েছে। কিন্তু কিছু অসেচতন লোক খালে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যার কারণে যথাসময়ে খালগুলোতে পর্যাপ্ত পানি যাচ্ছ না।

 
Electronic Paper