ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চামুয়ার বিল খনন বাড়বে মাছ উৎপাদন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
🕐 ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ০৬, ২০১৯

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার চামুয়ার বিল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা চামুয়ার বিলসংলগ্ন মাঠে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিরা শিরিন। বিল খননের ফলে মাছের উৎপাদন বাড়বে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিরা শিরিন। উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তিবদ্ধ ভূমিহীন সমিতির দলনেতা বাসুদেব দাস এ সময় বক্তব্য রাখেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, চামুয়ার বিল পুনর্খনন কাজে মাটির পরিমাণ প্রায় ১৩ হাজার ঘনমিটার। ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ৩১ মার্চ এ প্রকল্পের কাজ শেষ হবে। সুফলভোগী ১৫ জন সদস্য মিলে চামুয়ার বিলে মাছ চাষ করে আসছেন। বিলটি খননের পরে মাছের উৎপাদন বহুগুণ বেড়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

 
Electronic Paper