ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বগুড়ায় বিপন্ন প্রজাতির ভুবন চিল উদ্ধার

অনলাইন ডেস্ক
🕐 ৭:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

বগুড়ায় বিপন্ন প্রজাতির ভুবন চিল উদ্ধার

বগুড়ায় বিপন্ন প্রজাতির ভুবন চিল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কলোনী এলাকা থেকে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) উদ্ধার করে চিকিৎসা প্রদান করছে।

 

তীর এর সভাপতি রিফাত হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে এক শিক্ষার্থী ভুবন চিল উদ্ধারের জন্য একটি পোস্ট করেন। পোস্টটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।

পাখিটি আহত অবস্থায় বগুড়া শাজাহানপুর উপজেলার বোহাইল গ্রামে পতিত জমিতে পড়ে ছিলো। প্রাথমিক চিকিৎসা ও শারিরিক অবস্থা পর্যবেক্ষণের পর দ্রুত বন বিভাগের পরামর্শ মত পাখিটিকে অবমুক্তকরণের ব্যবস্থা নেয়া হবে।

পাখিটির বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও পাখি আলোকচিত্রী আরিফুর রহমান জানান, ভুবন চিল বাংলাদেশের দেশীয় প্রজাতির বিপন্ন পাখি। যা আমাদের উপমহাদেশে নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিস্তৃত। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম তবে স্ত্রী পাখি একটু বড় হয়।

 
Electronic Paper