ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইয়ূথ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবির আসিফ

জবি প্রতিনিধি
🕐 ৩:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

ইয়ূথ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবির আসিফ

ইয়ুথ একাডেমি বাংলাদেশ পাবলিক স্পিকিং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিতার্কিক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোর্শেদ হাসান আসিফ।

গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ধানমন্ডি মাইডাস সেন্টারে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টম.জি পালমার, প্রিনিয়ার ল্যাব, ইয়ুথ একাডেমি বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আসিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। সে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ সমাজকর্ম বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 
Electronic Paper