ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গল্পটা আপনারা জানেন

কাজল রশীদ শাহীন
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৮

হলপ করে বলছি, গল্পটা নয় বেমক্কা
স্থান-কাল-পাত্র, নারী-পুরুষ-যুবা-বৃদ্ধ-শিশু-ক্লীব
বাংলাবান্ধা-ছেঁড়াদ্বীপ, আখানইঠং-মনাকশা
শ্রেণি-পেশা-বর্ণ; বিনম্র বন্দনা করি জোরকড়ে

গল্পটা বঙ্গবন্ধুর, জাতির জনকের, দেশের স্থপতির
গল্পটা খোকার। সেই খোকা যে ছিল হ্যাংলা ছিপছিপে
যার ব্যাকব্রাশ চুলে চন্দ্র এঁকেছিল বাংলার বাঘ
যার তর্জনিতে পৃথিবীর শেষ ব-দ্বীপের রাঙা রক্তজবার
কুসুমিত প্রকাশ দেখেছিলেন গণতন্ত্রের মানসপুত্র

গল্পটা সেই খোকার, যিনি পথ আগলেছিলেন
ছাদ সংস্কারের হিস্যা আদায় করেছিলেন 
রবার্ট ফ্রস্টের পথে; যে পথ ভুসুকুর, যে পথ
আবদুল হাকিমের, যে পথ লাজুক দূর্বার 

গল্পটা আপনারা জানেন
গল্পের জনয়িতার দেশে হা-গল্পটাও জানেন কি?

 
Electronic Paper